গত তেরোই মে দুই হাজার একুশ । সেদিন ছিলো বৃহস্পতিবার। রমজানের শেষ দিন। কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই ঢাকার সাভার থানার হেমায়েতপুরের একটি অনুন্নত মহল্লা মুসলিমপাড়া থেকে নীরবে পথ চলা শুরু করে বাংলাদেশ ভূমি ডটকম। সংবাদ ও সাহিত্যকে সামনে রেখে অনলাইন ভিত্তিক পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন কবি ও হোমিওপ্যাথি চিকিৎসক ডা. জাহাঙ্গীর হুসাইন। ধীরে ধীরে দেশ-বিদেশে বসবাসরত বাংলাভাষার লেখক লেখিকাদের লেখা নিয়ে সাজানো হচ্ছে এই পত্রিকাটি। এতে কবি ও লেখক হিসেবে লেখা দিয়ে অংশ গ্রহণ করেছেন রেদওয়ানুল হক, পান্না বদরুল, গোলাম মোস্তফা টুটুল, তাজ ইসলাম, রহমান মাজিদ, রেজা মোহাম্মদ, আইনুল হোসেন সানু, মোঃ জিল্লুর রহমান লালন, সৈয়দা উলফাত, হারুন আল রাশিদ, তুষার হোসেন, মোঃ নূরুল ইসলাম ফারুক, শেখ শাহীনসহ আরো অনেকে। আশা করা হচ্ছে পত্রিকাটি গণ মানুষের মনের কথা বলবে সাহিত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে।