খ্যাতিমান কবি জনাব পান্না বদরুল পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন,- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হা’মদা,ওয়াননি মাতা,লাকা ওয়ালমুলক,লা শারিকা লাক” অতি সুমধুর প্রানপ্রিয় পরিচিত ধ্বনি আজ কোভিড -১৯ এর তান্ডবে ম্রিয়মান।সংকুচিত হয়েছে পৃথিবীর তাবৎ দেশ থেকে মক্কা ও মদিনা মনওয়ারায় সাদা এহরাম বুকে বাধা কোটি কোটি মানুষের পদচারণা।বায়তুল্লাহ শরীফের চারিদিকে তাওয়াফ কারীর সংখ্যা হাতে গোনায় নামিয়ে এনেছে সৌদি সরকার কর্তৃপক্ষ।পৃথিবীর প্রথম ঘর ক্বাবায় নেই সেই পুরোনো প্রাণচঞ্চলতা।সারা বিশ্বের মুসলিম একদিন তাঁদের জাতির পিতা হজরত ইব্রাহিম আঃ ও তাঁর পুত্র হজরত ইসমাইল আঃ এর আল্লাহর হুকুম বাস্তবায়নে যে ত্যাগের মহিমার দৃষ্টান্ত সারা পৃথিবীময় সৃষ্টি করেছিল তারই ধারাবাহিকতায় আমাদের দ্বারে আজ উপস্থিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সারাদেশ মানুষ প্রতিদিন দেখছে শ’য়ে শ’য়ে মৃত্যুর মিছিল। করোনায় আক্রান্ত হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ।ভালো নেই আমার প্রানপ্রিয় বাংলাদেশ মা মাটি। তবুও আমাদের ধর্মীয় অনুশাসন ও অন্তরের ভালোবাসায় দিনটি ত্যাগের মহিমায় যথাযথভাবে পালন করতে হবে সরকারের বেঁধে দেয়া স্বাস্থবিধি মেনেই।যাতে নিজে এই ভয়াল করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকবো এবং অন্যকে নিরাপদে রাখবো ইনশাআল্লাহ।আজ পবিত্র ঈদ উল আজহা’র দিনে বাংলাদেশ ভূমি অনলাইন পোর্টালের সকল সম্মানিত পাঠক দেশবাসী ও সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি ‘ঈদ মোবারক’।পবিত্র ঈদ উল আজহা’র শিক্ষা হোক মনের ত্যাগ ও ধৈর্য্যর মহিমান্বিত দৃষ্টান্ত সৃষ্টি করা। #অনুকাব্য —————- কোরবানি করো বনের পশুকে কিইবা আছে তার মূল্য, কোরবানি করো মনের পশুকে সেটাই আসল ইবাদত তুল্য।