> বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল (pdf কপি, ৯ পৃষ্ঠা) পাওয়া যাবে এই লিংকে / Bangladesh Bar Council’s written exam’s results are available in this link : https://drive.google.com/file/d/18qCKLpL70YADSiDcQy19Dtay6enjqm7W/view
২০২০ সালের বছরের ১৯ ডিসেম্বর বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন। এর বাইরে ২৩০ জন পরীক্ষার্থীর খাতা থার্ড এক্সামিনারের সিদ্ধান্তের জন্য ফল ঘোষণা স্থগিত রয়েছে। এছাড়া একজনের উইথহেলড রাখা হয়েছে।