শামীম শাহাবুদ্দীন
মুখ দেখে শাহীদারি করে যে বা যারা
লোক বেশি সুবিধের নয় জেনো তারা।
সমাজের এরা ভারী হয় বদ লোক
মানুষের ঘোরদিনে বুঁজে থাকে চোখ।
রোদ দেখে ছাতা ধরে করে নানা ছল
ভাবে সাবে ক্রিমিনাল যেনো অবিকল।
এইসব লোক থেকে দূরে থাকা ভালো
ভালো মানুষের মতো হোক জমকালো।
অবশেষে বলি হেসে শুনো দিয়ে মন
বদ থেকে দূরে থাকা আশু প্রয়োজন।