বরিশালে দিনভর লেখক সম্মেলন অনুষ্ঠিত
।। রহমান মাজিদ।।
পাঠক যারা লেখক তারা’ এই শ্লোগান নিয়ে পথ চলার দীর্ঘ সাড়ে চার বছর পর লেখকদের নিয়ে প্রথম সম্মেলন করেছে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “মুক্তবুলি”। গতকাল শুক্রবার (১০/০৬/২০২২) “মুক্তবুলি” লেখক ফোরামের উদ্যোগে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় মুক্তবুলি লেখক সম্মেলন। সকাল নয়টায় শুরু হওয়া সমাবেশটি শেষ হয় বিকেল চারটায়। বরিশাল, ভোলা, পিরোজপুর, মাদারীপুর, খুলনা, বাগেরহাট, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, কুমিল্লা, এবং ঢাকাসহ সারা দেশ থেকে আগত শতাধিক কবি সাহিত্যিক এতে অংশগ্রহণ করেন। কবিতা আবৃত্তি, গান পরিবেশন এবং ব্যক্তিগত আলাপচারিতায় এসময় সম্মেলন স্থল হয়ে ওঠে কবি কলকাকলিতে মুখরিত। এর আগে কবি মাসুম শাহরিয়ার এর উপস্থাপনায় সকাল নয়টায় হাফেজ আব্দুল্লাহ আল জোবায়ের এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ হোসেন দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “নতুন এক মাত্রা’র” নির্বাহী সম্পাদক, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাব এডিটর কবি মুহম্মদ আবদুল বাতেন, বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান আ. খা. মো. আবদুর রব ও প্রফেসর জাহান আরা বেগম, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, শেকড় সাহিত্য সংসদের সভাপতি কবি নয়ন আহমেদ ও অরুনিম সম্পাদক কবি মুস্তফা হাবীব।
অনুষ্ঠানে মুক্তবুলি ম্যাগাজিনে লেখা পাঠানোর নিয়মকানুন ও পলিসি বিষয়ে চমৎকার একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আযাদ আলাউদ্দীন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আলোচনা করেন প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদার, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাহবুবুল আলম, অ্যাডভোকেট শাহে আলম প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন ঢাকা থেকে আগত কবি তাজ ইসলাম, কবি রহমান মাজিদ, কবি বিজন বেপারী, কবি আমানুল্লাহ আমান এবং কবি তপংকর চক্রবর্তী। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন কবি ও কন্ঠ শিল্পী লিপিকা মিত্র। দেশের গান পরিবেশন করেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর কেন্দ্রীয় শিল্পীবৃ্ন্দু। লেখক সম্মেলনের পুরো অনুষ্ঠানটি আঞ্জাম দেন সাংবাদিক, সম্পাদক, সংগঠক ও প্রকাশক আযাদ আলাউদ্দিন।