আকাশের পাখী নিয়ে যাও খবর
বলিও বন্ধুকে ভাল লাগেনা এজগত;,
মোর চারপাশে যা কিছু আছে
চাওয়া আর পাওয়ার তার মাঝে জাগে।।
নিয়ে যেতে বলো তরা করি তারে
ফিরে যেতে চাই মোর বন্ধুর কাছে;
বিশ্বাস জাগে মোর মন মাঝে
যত সুখ শান্তি তার কাছে আছে।।
জগতের সব কিছু ভেলকি বাজী
মরিচিকার মত দেয় হাতছানি;
বৃথা শুধু শুধু হেথা ছুটে চলা
প্রেয়সীর হাঁসি সেতো মিথ্যেয় ভরা।।
হে পাখী বলো তারে মোর হয়ে
লোভ নেই মোর স্বর্গের সুখে;
তার কাছে শুধু যেতে চাই ফিরে
জগতের সব জ্বালা তার মিলনে জুড়াবে।।