ফুটফুটে নবজাতক শিশুকে ভুট্টা ক্ষেতে ফেলে গেছে এক হৃদয়হীন পাষণ্ড মা। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রামে। শুক্রবার সকালে উপজেলার জগৎবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সবেতুল্লা এলাকায় এলাকাবাসীর সহায়তায় ওই নবজাতক কন্যা শিশুটিকে ভুট্টাক্ষেত থেকে জীবিত উদ্ধার করেছেন এক মা। পরে থানা পুলিশ ওই নবজাতকসহ উদ্ধারকারী মাকে হাসপাতালে এনে স্বাস্থ্য পরীক্ষা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায় সকাল সাড়ে ৭টায় ভুট্টাক্ষেতের চিকন আইলের ওপর রক্তসহ খালি শরীরে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন মোহাম্মদ আলীর স্ত্রী মিনা বেগম (৩২)। এ সংবাদ মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত লোক জড়ো হন। একপর্যায়ে মিনা বেগম শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি পৌঁছে যায় থানা পুলিশের কাছে। পরে ওসি (তদন্ত) হাফিজুল ইসলাম ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাসান নবজাতক শিশুসহ উদ্ধারকারী মা মিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটির স্বাস্থ্যপরীক্ষা শেষে থানার নারী ও শিশু সেলে রাখা হয়।
পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমানে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে উদ্ধারকারী মায়ের জিম্মায় দেয়া হয়েছে।