সাহিত্য সংস্কৃতির সামাজিক সংগঠন ফিরেদেখা’র ঊনযুগপূর্তি পালিত হলো বর্ণাঢ্য আয়োজনে আজ রবিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ঊনযুগপূর্তি উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে কবি লেখকদের একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক সিটি বাজার প্রদক্ষিণ করে টাউনহলে ফিরে আসে। এরপর পাবলিক লাইব্রেরি হলে বোধের পেরেক কবিতপত্রের মোড়কউন্মোচন, আলোচনা সভা ও মননপাঠের আসর অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ন্যায়, মানবাধিকার ও সুন্দরের কথা বলেন কবি। প্রতিটি আন্দোলন-সংগ্রামে গণমানুষের জাগরণ হয়ে কবিতা ফিরে আসে মানুষের কণ্ঠস্বরে। যেমন ব্রিটিশবিরোধী তথা উপনিবেশবিরোধী চেতনার স্ফূরণ ঘটেয়েছিল নজরুলের কবিতা, তেমনি স্ফূরণ ঘটিয়েছে ২০২৪ এর গণঅভ্যুত্থানেও। সমাজে মানবপ্রেম, সাম্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কবিতা চর্চা জরুরি।