নর্দমাতে মগজ ধুয়ে, কঁচু পাতায় মুছে
ছোট্ট মাথায় বসিয়েছে, পঁচা আঠা দিয়ে—
বললে কথা পাগল লাগে, পশুর সুরের গন্ধ
ভালো মানুষ অন্ধ করার, ব্যবসা চলে মন্দ!
নানার ঘরের পুত্র বুঝি? বাবার গায়ে গালি;
মায়ের উপর ঘৃণার থুথু, তুমি দিচ্ছো তালি!
তোমার মুখে জ্ঞানের কথা, যুক্তি ফুটে ভালো
নবীর নামে গালি ছুড়ো, অপবাদও তুলো!
জুতার মালা পরলে তোমায় দারুণ লাগে কিন্তু!
তোমার বুঝি রোগটা বাড়ে বদলে গেলে ঋতু?
কে জানে ভাই সঠিক কোনটা, ধর্ম নাকি তুই ঠিক!
আল্লাহ জগৎ তৈরী করে সাথে দিছেন নাস্তিক।