ফাগুন
শাহনাজ পারুল
ফাগুন..🌷
তুই গুনগুন করে চলে এসেছিস
তোর সুরেলা কন্ঠের কোকিল বন্ধুকে নিয়ে
তুই আসলেই হৃদয়ের গভীরে পুষে রাখা
দগ্ধ ভালোবাসা শিহরিত হয়ে ওঠে।
হৃদয়ে বহে ঢেউয়ের পর ঢেউ,
ওহে ফাল্গুন…
তুই আসলে অতৃপ্ত আত্মা কেঁপে উঠে
আকাশের মতো বিশাল হয়ে যায় মন।
তবে ফাগুন ….তোর রূপের জৌলুস
দেখে আমি বড় কষ্ট পাই
কেন কষ্ট পাই তুই জানিস?
আমার যে সুখী পাখিটা উড়ে গেছে
ফাগুন…..
তোর বসন্তের বাতাস আমার গায়ে দিস না
তাহলে ভেঙ্গে পড়া যৌবন ফুলকলিতে
চোখ তুললে কলঙ্ক যে লাগবে গায়ে।
ফাল্গুন…
তোর দক্ষিণা হাওয়া কে বল আমাকে
স্পর্শ করতে না আমি ভিষন নিঃসঙ্গতার
ভেতর বসবাস করছি।
ফাল্গুন…..
তোর মল্লিকা বনের মল্লিকাকে বল
আমার মনকে ছুঁইতে না ঐ ফুলে
আমি প্রিয়ার হাসি দেখি না
হারানো প্রিয়ার নিঃশ্বাসের গন্ধ পাই
ফাগুন….
চেয়েছিলাম জীবনে ছোট্ট একটি ঘর
যার আঙ্গিনায় থাকবে ফুলের বাগিচা
সেখানে কোকিল ডাকবে কুহু সুরে
রাঙ্গা ভাঙ্গা ফুলে উড়ে এসে
জুড়ে বসবে প্রজাপতি।
চাঁদ জ্যোৎস্নায় হোলি খেলবে
চন্দন রং দিয়ে গায়ে
আমি তাঁতের শাড়ি পরে মতির মালা
গেঁথে বসে থাকবো প্রিয়ার অপেক্ষায়
আমার গাঙ্গুরের কূলে ছোট তাজমহলে ও
ফাগুন…
এই জীবনের অমরত্ব-সাধনা আমার
আর রচনা করা হলো না।
আমি এক সাথী হারা পাখি
ক্লান্ত হয়ে পরে আছি পথের পাশে।💗