প্রিয়তমা সুহাসিনী
(আমার প্রিয়তমা স্ত্রীকে উৎসর্গ)
নূর-ই-ইলাহী
আমার আমিতে আমি নেই চিরদিন
তোমার তুমিতে কবেই হয়েছি বিলীন।
জন্মেছি এই ভবে শুধু তোমার লাগি
তুমি আছো তাই আমি নই বিবাগি।
প্রথম যেদিন তুমি এলে মোর ঘরে
ফুটিল কুসুম কলি সে দিনই ভোরে।
আমার কবিতা হলে প্রেমের মাধুরি ঢেলে
মানি তবে সুহাসিনী প্রেরণার দ্বীপ জ্বেলে।
সীমাহীন মায়া তোমার ক্যামনে গো বাঁধি
খানিক আড়াল হলে নিরবে যে কাঁদি।
প্রেম যে সাজালে তুমি সাবলীল সাজে
আমিও মুগ্ধ হলাম উপমার ভাঁজে।
অনাবিল ভালোবাসা ক্যামনে গো ভুলি
তুমিহীন ফুটতো না বাগিচার কলি।
ভালোবাসার নিউক্লিয়াস তুমি যে আমার
নিউরনে অনুরণন হয় বার বার।
তোমার হাসিতে ছড়ায় চাঁদের ঐ আলো
জনম জনম তোমায় বাসিবো গো ভালো।
ছবি: প্রতিকী