মানব যদি করিলে খোদা, ধৈর্য্য দাও মোরে।
পাহাড় সম দুঃখ যেন সইতে পারি ওরে।
শত দুঃখ-কষ্টে পাষাণে বাঁধিয়া মোর বুক।
ওগো ‘রব’ পাবার লাগি শুধুই তোমার সুখ।
আজি কষ্ট আর বঞ্চনার ক্ষণে আমি শুধুই একা।
ওগো রহমান, এই লগনে তুমি দাও মোরে দেখা।
পার্থিব লোভে তোমাকে যেন ভুলিয়া না যাই।
আমি শত ঘাত-প্রতিঘাতেও তোমাকে যেন না হারাই।
ওগো প্রভু পাপ আর পঙ্কিলতায় যেন না জড়াই।
পার্থিব সম্পদ, পদ-পদবীর না করি যেন বড়াই।
আমি যেন সর্বদা দুস্থ, পীড়িত, দীনহীনের পাশে দাড়াঁই।
আছে যত বঞ্চিত, লাঞ্চিত, নিপীড়ীত জন।
তাদের সেবা করিতে পারি যেন দিয়া মন।
যে আলোর পথ দেখালে তুমি ওগো মোর অন্তর্যামী।
সে পথে যেন আমৃত্যু চলতে পারি আমি।
তোমার পথের আলো সবার মাঝে যেন ছড়াতে পারি।
ওগো দয়াময়, শেষ বিচারের মালিক, ওগো অন্তর্যামী।