“প্রতিবাদ”
মোঃ আকরাম হোসেন খান
তব ভাণ্ডারে আছে যত আগুন,
ছড়িয়ে দাও যদি আসে ফাগুন।
তুমি দাও উড়িয়ে , দাও গুড়িয়ে,
তব কঠিন কঠোর লেখনী দিয়ে।
কবি জানি আমি, তুমি পারবে,
তুমি দুর্দমনীয়, কখনই না হারবে।
ঐ বুভুক্ষু কীটেরা নর্দমায় মরবে,
আবার নির্মল বায়ুয় দেশ গড়বে।
তব লেখনীর তরবারি যখন থামে,
হায়নারা ফুসে উঠে মুখোশের ঘামে।
মদ আর মাতলামিতে মেতে ওঠে,
তখন ধর্ষনই জরিনার ভাগ্যে জোটে।
দোহাই কবি বন্ধ কর না লেখনী,
লেখায় বারুদের ঝড় তোল এখনি।
ক্ষমতার গর্বে চোখ উটায় কপালে,
রুখে দাও কাস্তে আার কোদালে।