পীর
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
পাক বাজানের চেয়ার নিয়ে
রাজ ক্ষমতার শেয়ার নিয়ে
হয়ে গেলেন পীর
জ্ঞান মোকামে-চতুর হলেন
হলেন নাতো ধীর!
দেশ বিদেশে মুরীদ আছে
রাজ ক্ষমতায় সুহৃদ আছে
পেটটা ভীষণ মোটা
লাভ কী বলুন- ছেঁড়ে যদি
ঈমান বৃক্ষের বোঁটা?
আহ্ কতো মিল মুরীদ -বাবার
হয় মিডিয়ায় নিউজ কাভার
মারেফতেও ঠাসা
লাভ কী বলুন-হারান যদি
খোদার ভালোবাসা?
আপনি পেলেন টাকার পাহাড়
অট্টালিকা অনেক আহার
পেলেন দামী গাড়ী
লাভ কী বলুন-মুনাফেকী
জীবন দিয়ে পাড়ি?
১২.৫.২০২৩