পাপী মরছে পাপে
মোঃ হোসেন আলী
তওবা করলে পাপ মোচন হয়
বিধান আছে ধর্মে,
অহংকারে ধ্বংস হবে
যায় যে জানা কর্মে।
পাপী মরছে পাপে ডুবে
ধর্ম নাহি মানে,
জ্ঞান উপদেশ দিলে বলে
সব কিছু সে জানে।
ভালো মন্দ সকল কাজে
করবে হিসাব করে,
পূর্ণ অর্জন করতে পারলে
শান্তি পাবে মরে।
দুদিনের এই দুনিয়াতে
ক্ষণিক ঘুরতে এসে,
করছে কতো অপকর্ম
পাপ সাগরে ভেসে।
ধর্মের আইন চললে মেনে
পাপে নাহি ধরে,
ইহকাল আর পরকালে
থাকবে সুখের পরে।