পাতার বাঁশির প্রথম ট্রেইলর গান অবমুক্তি
বিজ্ঞপ্তি : পাতার বাঁশির প্রথম ট্রেইলর গান অবমুক্তি দীঘল মিডিয়ার পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র পাতার বাঁশি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। তার আগে চলচ্চিত্রের “ভাঙা তরি” শিরোনামের একটি গান প্রিমিয়ার হতে যাচ্ছে ১ জুন, সকাল ১০টায় দীঘল ফিল্ম ইউটিউব চ্যানেলে। আবু তৈয়ব মেসবাহ এর সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন- আল আমিন সাদ। দীঘল মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন- আজিজ হাকিম, পরিচালনায়- আবু সাইদ খান, নির্বাহী প্রযোজনায়- মোস্তফা বিপ্লব। শিশুদের মানসিক বিকাশকে কেন্দ্র করেই চলচ্চিত্রের মূল গল্প আবর্তিত হয়েছে। স্বল্প বাজেটের এই চলচ্চিত্রটি সিরাজগঞ্জের যমুনা পাড়ের মানুষদের জীবনচরিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে অভিনয় করেছেন- আবু সাইদ খান, মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, সাকিন আহমেদ এবং আব্দুল্লাহ আল মাহিসহ আরো অনেকে।