মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নং ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে। আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ১০ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় মো. জিল্লুর রহমান বলেন, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়া ঘাটের ৫ নং ফেরিঘাট নৌঙর করে বড় আকারে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই-থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সরেজমিনে গিয়ে ফায়ার সার্ভিস এর ডুবুরি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোন হতাহতর খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে উদ্ধার তৎপরতায়।