রাজবাড়ীর পাংশায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করায় এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় সাংবাদিকরা।
ক্যাপশন: বক্তব্য রাখছেন পাংশা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যায়যায়দিন এর সাংবাদিক মাসুদ রেজা শিশির।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও তাকে আটকে রেখে হেনন্তা করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীর পাংশায় কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টায় পাংশা প্রেস ক্লাবের আয়োজনে পৌর শহরের আব্দুল মালেক প্লাজার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাংশার সিনিয়র সাংবাদিক অধ্যাপক এম এ জিন্নাহ, সিনিয়র সাংবাদিক ও রাজবাড়ীর কথা’র নির্বাহী সম্পাদক মাসুদ রেজা শিশির, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, রাজবাড়ীর কথা’র প্ল্যানিং এডিটর এস.কে পাল (সমীর), পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ, সহ-সভাপতি মোঃ শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল, সহ প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সদস্য নেছার উদ্দিন সবুজ, সৈয়দ মেহেদী হাসান প্রমুখ।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মাহমুদ, প্রচার সম্পাদক শাহীন রেজা, আলামিন হোসেন সাকির, এম আলী আহসান, উজ্জলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা নির্যাতিত সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী জানান। সেই সাথে সাংবাদিক রোজিনাকে যারা হেনস্তা করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
কর্মসূচি সঞ্চালনা করেন পাংশা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মোঃ রতন মাহমুদ।
একই দাবিতে রাজবাড়ী প্রেসক্লাব, রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাব ও গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।