পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা
এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭অক্টোবর) বিকেলে একটি বর্ণাঢ্য র্যালী পাংশা শিল্পকলা মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে পাংশা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পাংশা পৌর যুবদলের আহ্বায়ক মো: সবুজ সরদারের সভাপতিত্বে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো: তোফাজ্জেল হোসেন মিয়া, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান লিখন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি: আমিনুর রহমান ঝন্টু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: শরিফুল ইসলাম মিষ্টি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, সরিষা ইউনিয়ন বিএনপি নেতা মো: হুমায়ুন কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ আলী মন্ডল, পাংশা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবু সরদার, জেলা ছাত্রদল নেতা আ: মালেক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জীবন ও পৌর ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।