পাংশায় পুলিশকে দেখে ফাঁকা গুলি ছুঁড়ে পালানো আসামী গ্রেফতার
সাকী মাহবুব:
রাজবাড়ীর পাংশায় পুলিশকে দেখে ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত ৫ ডিসেম্বর উপজেলার পাট্টা ইউনিয়নের বিলপাড়া এলাকায় মারামারি মামলার এজাহারভুক্ত আসামীকে ধরতে অভিযান পরিচালনা করে পাংশা থানা পুলিশ। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি করে পালিয়ে যায় আসামী। এজাহার নামীয় ওই আসামী পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে সজীব (২৮)। ঘটনার পর থেকে তাকে ধরতে পুলিশ তৎপর হয়ে ওঠে। বুধবার (১১ ডিসেম্বর) পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম ও এসআই মো: শাহারিয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার সাভার মডেল থানাধীন চাপাইন এলাকায় অভিযান চালিয়ে আসামী সজীবকে গ্রেফতার করে। সে পাংশা থানার মামলা নং-০৪, তারিখ-১৯/০৮/২৪ এর এজাহার নামীয় আসামী ছিল।
এ ব্যাপারে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সজীবকে ধরতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছিল। ঘটনার পর থেকে আমরা আরো তৎপর হই। সে মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতারপূর্বক আজ (১২ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।