রাজবাড়ীর পাংশায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শিশুসহ চারজন অগ্নিদগ্ধ
রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর-এলাকায় নারায়নপুর কন্ডু পাড়া গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে শিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন একই পরিবারের আজাদ সরদার তার ভাই রব্বান সরদারের শিশু ছেলে সৌরভ সরদার, আজাদ সরদারের শুশুর আজগর আলী এবং গ্যাস সিলিন্ডারের মিস্ত্রি রিঙ্কু।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারের পাইপ বা নল ছিদ্র হয়ে পুরো রুম আগে থেকেই গ্যাস ভরে ছিল। তারপর গ্যাস সিলিন্ডার ঠিক করার জন্য রিঙ্কু নামের এক গ্যাস কারিগর বা মিস্ত্রিকে ডেকে নেয়। সে জানতো না আগে থেকেই রুমে গ্যাস ভরে ছিল। সে ঠিক করে গ্যাস সিলিন্ডারের পাইপ বা নল লাগিয়ে পরীক্ষা করার জন্য গ্যাসের চুলা অন করে। আর অন করলেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা মিস্ত্রি সহ ৪ জন অগ্নিদগ্ধ হয়। এদের মধ্যে সৌরভ নামের একজন শিশু রয়েছে।
পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।