রাজবাড়ীর পাংশায় ছায়াপথ সাহিত্য পরিষদের আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।এতে উপস্থিত ছিলেন জয়পুরহাট, মাগুরা, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ঢাকা জেলা থেকে আগত বিভিন্ন কবি ও সাহিত্যিকগণ।সাহিত্য উৎসব ও গুণীজন সম্মাননার এই আয়োজনে শনিবার (২৬ নভেম্বর) পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার একটি কক্ষে কবিতা পাঠ, আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। কবি ও লেখক সাকী মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার ওসি মোঃ মাসুদুর রহমান।
প্রধান আলোচক ছিলেন ড. কাজী মোতাহার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক কবি ও বাচিক শিল্পী সুজয় কুমার পাল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও আবৃত্তিকারগণ স্বরচিত কবিতা পাঠ করেন। কবি মোল্লা মাজেদ, মোঃ হাবিবুর রহমান, ডা. মোল্লা বাবুল রশিদ, মোঃ রওশন আলী শিকদার, মোঃ কামরুল ইসলাম, মীর্জা জিয়াউর রহমান, উত্তম কুমার মিত্র, দীপংকর পাল, ফিরোজ হায়দার, ফিরোজ মাহমুদ মুক্তার, এস এম রফিকুল ইসলাম, আসিবুর রহমান অংকন, মোসলেম উদ্দিন মনির, টফি এনামুল হক, রিক্তা খাতুন, সন্ধ্যা রাণী কুন্ডু, সাংবাদিক কাজী সেলিম মাবুদ, অসীম কুমার মন্ডল, জাহিদ হোসেন মোল্লা,আব্দুল আজিজ, মোঃ আব্দুস সোবহান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় শিক্ষক, সাংবাদিক, কবি সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানিটির সার্বিক সহযোগিতায় ছিলেন টইটই প্রকাশন ও মিডিয়া পার্টনার ছিলেন, ডাকপত্র টিভি।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মীর আব্দুল বাতেন।