পাংশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।
সাকী মাহবুব পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার ৭জানুয়ারি বাদ এশা পাট্রা ইউনিয়নের খামারডাঙ্গী মোড়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা দলের সভাপতি নূরজাহান বেগম।
পাট্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো:আব্দুর রব মন্ডলের সভাপতিত্বে পাট্রা ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক মো:সাইফুল ইসলামের সন্ঞালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌরাট ইউনিয়ন মূল কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহমান মুন্সী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নুরুজ্জামান শীতল, আবুল কালাম আজাদ, আবদুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা খালেদা জিয়ার এবং রাজবাড়ী ২আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য জনাব নাসিরুল হক সাবুর রোগমুক্তি কামনা করি।তিনি বলেন, খালেদা জিয়া যেন অচিরেই পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় নেতৃত্ব দেন, সেই প্রত্যাশা করছি।
পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।