রাজবাড়ীর পাংশায় আগুনে পুড়ে ছাই হয়েছে ১টি বসতঘরসহ ৩টি ঘর।এতে বাড়ির মালিকের প্রায় ৬লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাত ৪টার দিকে উপজেলার পাট্রা ইউনিয়নের মাজাইল গ্রামে মো: মকবুল বিশ্বাসের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, রাত ৪টার দিকে ওই বাড়িতে দাউদাউ আগুনের অগ্নিশিখা দেখতে পান বাড়ির লোকজন। পরে তা মুহূর্তে আশেপাশের ৪টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের আন্তরিক সহায়তায় প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে মকবুল বিশ্বাসের বসতঘরের ২টি কক্ষে আগুন লেগে খাট,চেয়ার, টেবিল, ফ্যান,ফ্রিজ, শোকেসসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকবুল বিশ্বাস বলেন, আমার সবকিছু শেষ। আগুনে আমার বসতঘর,রান্নাঘর ও হাস,মুরগী পুড়ে গেছে।ঘরের আলমারি, ফ্রিজ, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমার কমপক্ষে ৬লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ থেকে আমাকে খোলা আকাশের নীচে ঘুমাতে হবে। তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছেন তা স্বচোক্ষে না দেখায় কাউকে সনাক্ত করতে পারছেন না।