পলাশীর সেই বৃহস্পতিবার
– মাহাতাব হাসান এমরে
যত সবি বেঙাচির ছানাপুনা বেইমান বেল্লিক দল,
আসন পাতিয়া বসিল শয়তানী রাজার পুত্র বর।
সেদিন থেকে আজো যে রহিল তাহার শাসন কল,
ধুকে ধুকে মরিছে সবি বাঙালির সন্তান দল।
ভাগীরথী নদী আজো বহে সূর্য ছেলের রক্ত বোল,
তাঁহারা কহে মোরে স্বদেশদ্রোহী করছে রক্তের খোল।
জগতে আজি শ্রেষ্ঠ বাজি ষড়যন্ত্র হলো আজি,
দুনিয়ার মানুষ ধ্বংস হবি কেবলি বিশ্বাসঘাতকের হাত-ই,
উমিচাঁদ, জগৎ শেঠ, রায় দুর্লভ, ক্লাইভ আর মীর জাফর,
পলাশীর বিশ্বাসঘাতকের জনক তারা কে বলে না জগৎ শেঠ ?
ভারতবর্ষে ইংরেজ আসিল দাদাদের হাতে চুমি বসিল,
সেদিন থেকে বাঙালি মুসলিম সবি হলো রাখাল ছেলে।