পরম বন্ধু
মোঃ হোসেন আলী
আত্মার সাথে আত্মার মিলন
স্বজন তাকে বলে,
রক্তের বাঁধন হলে পরে
আপন হয়ে চলে।
আপন মানুষ স্বার্থের জন্য
বাঁধন ছিন্ন করে,
কেনো পরকে ভালোবেসে
দুঃখ কষ্টে মরে।
ক্ষণিক সুখের আশা নিয়ে
বসত ভুবন মাঝে,
সম্পদ গড়ো হবে ধন্য
আসবে নাহি কাজে।
আপন যারা জ্ঞানী নহে
তবু তারা আপন,
জ্ঞানী যারা নয়তো আপন
করছে জীবন যাপন।
আত্মীয় যে পরম বন্ধু
রাখবে সবাই মনে,
প্রয়োজনে যে প্রিয়জন
ভুলবে তবে ক্ষণে।