পথশিশু আমি
শামীমা আক্তার
পথে পথে ঘুরে বেড়াই
পথশিশু আমি
মা নেই, বাবা নেই
অনাথ, এতিম আমি।
ঘর নেই, বাড়ি নেই
পেটে খাবার নেই
পরনে জামা নেই
খাবার কেনার পয়সা নেই।
তাই ভিক্ষা করে খাই
মাঝে মাঝে আমি টোকাই হয়ে যাই।
পথে ঘাটে কাগজ কুড়াই
ডাস্টবিনের খাবার খাই!
বড়লোকেরা কত কিছু খায়!
কত খাবার ফেলে দেয়
কত করে অপচয়!
আমি পথশিশু,
আমি টোকাই
সেসব খাবার খাই!
কাপড়ের দোকানে পুতুলের গায়ে দেখি
সুন্দর জামা দামি
খালি গায়ে ঘুরে বেড়াই
পথশিশু আমি!