শীতের বুড়ি ঘোমটা পড়ে বাংলাদেশে আসে,
খেজুর গাছে রসের হাঁড়ি পৌষ-মাঘের মাসে।
হিমেল হাওয়ায় বর্গাচাষি চাদর মুড়ে গায়,
মেঠোপথে লাঙ্গল কাঁধে মাঠের পানে যায়।
সূর্যি মামা মুখটি লুকায় মেঘের দেশে গিয়ে,
চাঁদ মামাটাও দেয় না দেখা শীতের বুড়ির ভয়ে।
কুহেলিকার চাদর ফুঁড়ে সূর্য যখন বাড়ে,
রৌদ্র তখন যায় নেচে যায় আমার মাটির ঘরে।
সূর্য মুখীও হাসতে থাকে মনভোলানো হাসি,
সোনা মাখা শীতের সকাল দারুণ ভালোবাসি।
ভাঁপা পিঠার গন্ধ ভাসে সাড়া উঠোন জুড়ে,
হরেক রকম পিঠাপুলি সবার ঘরে ঘরে।