নিয়ে এসেছি প্রার্থনাজল ।। তাজ ইসলাম
তুফানে ভেঙ্গে গেছে স্বপ্ন
আশার সেতু নিয়ে এসেছি।
মুষড়ে পড় না, সামনে যাও।
জালিমের অগ্নি উৎপাতে
পোড়ে গেছে স্বপ্ন
অনুর্বর হয়েছে সম্ভাবনার বীজতলা,
নিয়ে এসেছি প্রার্থনাজল
ছিটিয়ে দাও
আবার সতেজ হও।
হতাশার সব খড়কুটো
উড়িয়ে দিতে
বৈশাখের প্রবল ঝড় নিয়ে এসেছি।
আমরা সংগ্রামী,আমরা বিশ্বাসী,আমরা আশাবাদী কৃষক।
স্বপ্নের চাষ কর
শ্রম, ঘাম, প্রযুক্তির সার মিশিয়ে
প্রত্যাশিত ভোরের আলোয় গোলা ভরে যাবে।
তোমার জন্য সাহসের ঘুড়ি এনেছি
উড়িয়ে দাও
সাফল্যের মেঘগম্বুজ স্পর্শ করবেই।
হতাশার ঢেউয়ে তলিয়ে যেও না প্রিয় পুত্র আমার
সঙ্গে মহান মালিক আছেন
কাউকে তিনি নিরাশ করেন না।