প্রত্যাশা
নার্গিস পারভীন লিলি
এত সুখ এত হাসি ফেলে
পা রাখছি একটি নতুন বছরে
দুঃখগুলো দিয়েছি অন্তরের কবরে পুঁতে
এই বছরটা কেমন যাবে- ভাবছি শুধুই মিছে।
যা ঘটার ঘটবে ঠিকই
পারবোনা করতে কিছু রোধ।
শুধু প্রার্থনা-বিধাতা দিও বাড়িয়ে শক্তি,
যন্ত্রণাগুলো ভুলে,হাসিমুখে করতে পারি তোমাকে
যেন ভক্তি।
অপমান লাঞ্ছনা হাওয়ায় মিলিয়ে ফেলে
নব উদ্যমে মনুষ্যত্ব হৃদয়ে লেপে,
দুর্গম পথ যেন পাড়ি দিতে পারি নির্ভয়ে।
আপন-পর ভেদাভেদ ভুলে,
এগিয়ে যেতে পারি যেন সকল বাধা ভেঙে।
একটি সোনালি সকালের প্রত্যাশায়
প্রতিটি গহীন কালো রাত করবো পার,
ভাঙ্গা গড়ার জীবন খাতায় পাপ গুলো মুছে
পূণ্যগুলো লিখো প্রভু আমায় ক্ষমা করে।