নাকের পলিপাস হলে হোমিওপ্যাথি চিকিৎসা নিন ।। ডাঃ জাহাঙ্গীর হুসাইন (ডি.এইচ.এম.এস)
বাতাসে অতিরিক্ত জীবাণু ভেসে বেড়াচ্ছে আজকাল। বিশেষ করে ঢাকার বাতাসতো খুবই অস্বাস্থ্যকর ও ভারী হয়ে উঠেছে। মানবদেহের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে নাক, কান ও গলা। এই তিনটি অঙ্গের যে কোনো একটি আক্রান্ত হলে সমস্ত শরীরটা অসুস্থ হয়ে পড়ে। নাকের পলিপাস হলেতো বাতাসের এই জীবাণুর আক্রমণে মারাত্মকভাবে দুর্বল হয়েপড়ে রোগী। এই পলিপাস এক বা উভয় নাকের ভেতর হতে পারে। প্রথমে ইহা দেখতে মটরশুটির মতো হয়। আস্তে আস্তে বড় হয়ে নাকের ছিদ্র বন্ধ হয়ে যায়। অনেক সময় সেখান থেকে রক্ত বের হতে পারে। অতিরিক্ত হাঁচি, সর্দি এবং নাক বন্ধ হয়ে থাকার ঘটনাতো হরহামেশা ঘটে। পলিপাসের রুগীরা অধিকাংশ সময় মাথা ব্যথায় কষ্ট পেতে পারে। কারো কারো নাক ও চোখ বেয়ে অঝোরে পানি ঝরতে পারে। হতেপারে নাকের ভেতরে ক্ষত-প্রদাহ। সেই সাথে এলার্জিতেও করতে পারে খুব ঝামেলা। এই সমস্যা নারী পুরুষ সকলেরই হতে পারে।
সতর্কতা হলো: যথা সময়ে দ্রুত চিকিৎসা না নিলে ভবিষ্যতে সাইনাসের অতিরিক্ত জটিলতা এবং অ্যাজমা বা হাঁপানি হতে পারে।
এমন পরিস্থিতি হলে আপনি করবেন ভেবে হয়ত পাচ্ছেন না। আমাদের পরামর্শ হলো এই পরিস্থিতিতে আপনারা নিকটস্থ হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারেন। হোমিওপ্যাথি চিকিৎসক আপনার পূর্ণাঙ্গ কেস টেকিং করে ওষুধ প্রয়োগ করবেন। আপনি ডাক্তারের পরামক্রমে একনাগারে কিছুদিন ওষুধ সেবন করলে আশা করছি চিরতরে এই দূরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন।
অথবা আসতে পারেন খন্দকার হোমিও হল এন্ড সেন্ট্র্র্রাল হোমিও রিসার্চ সেন্টার, মুসলিমপাড়া, হেমায়েতপুর , সাভার , ঢাকা। অগ্রিম সিরিয়াল পেতে কল করুন ০১৭৫০৪৯৫৮২০ এই নাম্বারে।