বাংলাদেশের নব নিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার কৃতি সন্তান জনাব হাসান ফয়েজ সিদ্দিকী। এ উপলক্ষ্যে গতকাল 3রা ডিসেম্বর ঢাকাস্থ কুষ্টিয়ার খোকসা উপজেলা কল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জনাব আহসান নবাব। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম, বাংলাদেশ ব্যাংক এর জিএম মোঃ সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, ফারুক আহমেদ ও রাশেদ প্রমূখ।
এই নিযুক্তি বাংলাদেশ অভ্যূদয় হওয়ার পর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা ও খোকসা উপজেলা অভাবনীয় কৃতিত্ব ও গৌরবময় মর্যাদায় অধিষ্ঠিত হলো। চির অম্লান চির ভাস্বর হয়ে থাকবে সুউচ্চ এই আসন। একসময় প্রায় ৮০ বছর আগে ডক্টর রাধা বিনোদ পাল বৃটিশ ভারতের কলিকাতা হাইকোর্টের বিচারপতি হয়ে কুষ্টিয়ার ইতিহাসকে করেছেন সমৃদ্ধ।
অতঃপর ধন্য ও পূর্ণ হলো এই অঞ্চলের আইনবিদদের প্রত্যাশা। তাঁর নেতৃত্বে বিচার বিভাগে ব্যাপক সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এমনটাই আশা করছেন বাংলাদেশের মানুষ।