নতুন বছর হোক জাতির পিতার স্বপ্নপূরণের বছর-মিজানুর রহমান বিটু
সঞ্জয় বিশ্বাস
নতুন বছর হোক জাতির পিতার স্বপ্নপূরণের বছর এমনই শুভকামনাময় বার্তা দিয়ে ইংরেজি নববর্ষ এর শুভেচ্ছা জানিয়েছেন খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু। ১-১-২০২২ ( শনিবার) সকাল ৯ টা ৩০ মিনিট। কুষ্টিয়ার খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু সকালের চা খেতে খেতে বাংলাদেশ ভূমির মাধ্যমে খোকসাসহ পৃথিবীর সকল মানুষ কে ইংরেজি নববর্ষ এর শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তাতে তিনি জানান, আজ ইংরেজি বছরের প্রথম দিন। বিগত বছরের সকল অপূর্ণতা এ বছর পূর্ণ হোক। করোনা মহামারীতে থমকে যাওয়া দুনিয়া আবার ফিরে পাক তার চালিকা শক্তি। বাংলাদেশ আওয়ামী লীগের খোকসা শাখার সকল নেতা-কর্মী, খোকসা পৌর এলাকার সকল জনসাধারণকে তিনি নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, নতুন বছরে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এক ধাপ সামনের দিকে। জাতির জনকের স্বপ্নপূরনেও আমরা এগিয়ে যাবো।
রাজনৈতিক কোন্দল, হানাহানী, সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন, নারী নির্যাতনসহ মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা পাবে সোনার দেশ। তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, চলুন নতুন বছরে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আধুনিক এক বাংলাদেশ গড়ি। যে দেশ হবে সকলের।