নতুন বই চাই
নাসরীন খান
আপু এখন নতুন ক্লাসে উঠবে
প্রতিদিন সকালে স্কুলে ছুটবে
আমায় বল আমি করব কি?
প্রতিদিন একই বই খালি দেখি!
একই পড়া ভালো লাগে না
এটা রেখে নতুন বই দাও না?
আপুর মতন রোজ সকালে
স্কুল যাব ফিরব বিকালে।
তুই যে এখনও অনেক ছোট
ঘরময় করছিস ঘাঁটুর ঘুঁটো
হসনি বড় এই বই-ই তোর
বড় হতে আরো মেলা দূর!
কে বলল, এই যে আমি বড়!
তোমরাই শুধু আমায় ছোট ধর
বই দিবে না? গল্পের বই চাই
অ আ ছোটরা পড়ে, আমি তাই?
পল্লবী ঢাকা