নতুন কবরের উপর দূর্যোগ সেল্টার গৃহ নির্মাণের পাঁয়তারা চলছে।অমানবিক এই কাজটি করা হচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামের গোরস্থানে।
জানাগেছে, প্রায় দু বছর পূর্বে ওই গোরস্থানে দাফন করা হয় মৃত আব্দুল হামিদ শেখকে এবং তারও কিছুদিন পূর্বে মৃত আব্দুল মোমিন ও এক বছর পূর্বে মৃত শামসুদ্দিন শেখের কবর রয়েছে। ইতোমধ্যে, এলাকার মানুষ সেখানে একটি দূর্যোগ সেল্টার গৃহ নির্মাণের প্রয়োজন অনুভব করেন। সেই দাবীর প্রেক্ষিতেই এই গৃহ নির্মাণ করা হচ্ছে। কিন্তু গোরস্থানে আরো খালি জায়গা থাকতেও নতুন নতুন কয়েকটি কবরের উপরে এই গৃহ নির্মাণের সিদ্ধান্তকে এলাকাবাসী নিন্দা জানিয়েছেন। এদিকে সদ্য দাফনকৃত এসব কবরের উপরে গৃহ নির্মাণের সিদ্ধান্তে বাংলাদেশ ভূমির প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন কবরগুলোতে শায়িতদের স্বজনরা।
স্থানীয় ইউপি সদস্য নাদের মল্লিক জানান, গোরস্থানে প্রচুর খালি জায়গা পড়ে থাকা সত্বেও অনেকটা পূর্বশত্রুতার জের ধরেই সাতপাখিয়া গ্রামের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক এবং সাজাহান মন্ডলের ছেলে রায়হানসহ একদল উচ্ছৃঙ্খল লোক কারসাজি করে এমন অমানবিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু গ্রামবাসীর বাধার মুখে এমন গর্হিত কাজটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
এদিকে সাতপাখিয়া গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আব্বাস বলছেন, ব্যাক্তিগত কাজে খুলনাতে আছি। তবে গোরস্থানে একটা ঘর তোলার কথা ছিলো কিন্তু কারো কবরের উপরে তোলার কথা নয়। কবরের উপরে এমন কাজ করতে গিয়েছিলো সাজাহান মন্ডলের ছেলে রায়হানসহ একদল লোক। তবে আমি জানার পর ঘর তুলতে বারন করেছি।