ধামরাইয়ে ট্যাঁটাবিদ্ধ ট্টাক্টর চালক
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার ধামরাই উপজেলার আতুল্লা চর গ্রামে প্রতিপক্ষের হামলায় ট্যাঁটাবিদ্ধ হয়েছেন এক ট্রাক্টর চালক। আহত ট্যাক্টর চালকের নাম আকরাম আলী। সে আতুল্লা চর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
জানা যায়, একই গ্রামের শাহজাহান আলীর ছেলে বিপ্লব হোসেন ভুলুর জমির উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে অন্য একটি জমিতে চাষ দিতে যাচ্ছিলেন আকরাম আলী। এসময় বিপ্লব হোসেন ভুলু ও তার ভাই শামীমসহ সংঘবদ্ধ একদল লোক এসে চড়াও হয় আকরামের উপর। আকরাম দুঃখ প্রকাশ করে ক্ষতি পূরণ দিতে চাইলেও ক্ষিপ্ত হয়ে ট্যাঁটা দিয়ে আঘাত করে তারা। আঘাতের এক পর্যায়ে আকরাম প্রতিবাদ করলে তারা উপর্যুপরি আঘাত করতে থাকে।
খবর পেয়ে আকরামের ভাই রাজা ও সিরাজুল সেখানে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের।
এলাকায় একপ্রকার আতঙ্ক বিরাজ করছে।
আহত আকরাম আলী জানান, বিপ্লব হোসেন ভুলুর ভয়ে তারা একপর্যায়ে আতঙ্কে রয়েছে। আবারো হামলা চালাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তিনি আরো বলেন, বিপ্লব হোসেন ভুলুর গ্রুপের আরেক নেতা আয়নাল আলীর ছেলে মজিবর রহমান সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও তাকে শাসিয়ে গেছে। বিপ্লব হোসেন ভুলুর বাড়িতে সাংবাদিকরা গেলে তাকে পাওয়া যায় নি। কথা হয় তার পিতা শাহজাহান আলীর সাথে। তিনি জানান, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা সামাজিকভাবে বসে বিষয়টির সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছি।