গতকাল ‘দৈনিক শিক্ষাবার্তা ডট কম’ এ ‘নিয়োগ বাণিজ্য’ শিরোনামে অন্যদের সাথে আমাকেও জড়িয়ে একটি মিথ্যা , বানোয়াট , প্রতিহিংসামূলক, উদ্দেশ্য প্রণোদিত ও মান হানিকর,সংবাদ প্রকাশিত হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন খোকসা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক ওয়াজেদ আলী। তিনি জানান, দৈনিক শিক্ষাবার্তা ডট কম’ এ ‘নিয়োগ বাণিজ্য’ শিরোনামে অন্যদের সাথে আমাকেও জড়িয়ে একটি মিথ্যা , বানোয়াট , প্রতিহিংসামূলক, উদ্দেশ্য প্রণোদিত ও মান হানিকর। এসব নিয়োগ বাণিজ্যের সাথে দূরতম কোনো সম্পর্ক আমার নেই।এসব ফালতু ও হলুদ সাংবাদিকতা এক ধরনের দীনতা ছাড়া কিছু নয়। আমি ব্যক্তিগত ভাবে এর প্রতিবাদ জোর জানাচ্ছি। এ রকম সংবাদ বাণিজ্য থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।
খোকসাতে দীর্ঘ ২৫ বছর শিক্ষকতা করে আসছি। অনেক শিক্ষার্থী ও অভিভাবক আমাকে ব্যক্তিগতভাবে চেনে। এই সুদীর্ঘ চাকরি জীবনে কিছু বাম ও রামপন্থী তথাকথিত শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডে আমি কখনও একমত হতে পারি নাই। তাদের এইসব প্রতিষ্ঠান বিরোধী অপকর্মের প্রতিবাদ করে কবিতা লেখার জন্য আমাকে নির্মমভাবে লজ্জা পেতে হয়েছে।
একটি প্রতিষ্ঠানে রাজনৈতিক মতপার্থক্য ও গ্ৰুপিং থাকতেই পারে। সেই জন্য সবাইকে একই মানদন্ডে বিচার করা মূর্খতা।
যাইহোক, আমার অনেক টাকা থাকলে এক কোটি টাকার চ্যালেঞ্জ করতাম। কিন্তু জীবিকার একমাত্র উপায় এই সরকারি চাকরি আছে। কেউ এই অপবাণিজ্যে আমার সংযোগ প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবো। ইনশাআল্লাহ।
‘দৈনিক শিক্ষা বার্তা ডট কম’-এর এই মিথ্যাচার(আমার সম্পর্কে)শুনে কেবল মানুষ নয়,ঘোড়াও হাসবে। তবে নিয়োগপ্রাপ্ত এই দীনহীন কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা দেয়ার প্রশ্নে আমি সর্বক্ষণ তৎপর ।কারণ আমি শিক্ষক আমি মানবিক। সর্বোপরি,এ রকম একটি বিষয়ে( ষড়যন্ত্রহেতু)জড়িয়ে পড়ার জন্য আমার শুভাকাঙ্ক্ষীদের নিকট দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ।