দেহপিঞ্জর ছেড়ে
তাজ ইসলাম
দেহপিঞ্জরে বাস করে পাখি
উন্মুক্ত তার দরওয়াজা
পাখি দমে দমে হরদম
যায় আসে,আসে যায়।
পাখি মোরাকাবায়- মোশাহাদায়
উড়ে আসে,ঘোরে আসে পৃথিবীর পথ।
পাখি চলে যায় গারে তূরে, জুদি পাহাড়ে
গায়েব হয়ে যায় গায়েবের পথে
পাখি ঘুমিয়ে পড়ে আরশের ছায়ায়।
পাখি ফিরে ফিরে আসে দেহপিঞ্জরে
যতদিন বরাদ্দ থাকে পৃথিবী যাপন।
মৃত্যুর ঘোড়ায় যদি চড়ে বসে পাখি
পারে না,ফিরে না, সেই পাখি আর
যতই রোদন করে পৃথিবী আহারে!
এই পাখি দিয়ে ফাঁকি যায় চিরতরে।
অতি দ্রুতই মানুষ নাই হয়ে যায়
পানের পিকের লাল দাগ থেকে যায়
জামায় জড়ানো থাকে শরীরের ঘ্রাণ
বসার জায়গা ছড়ায় দেহের উষ্ণতা
কাফনে মোড়ানো যে মানুষের দেহ
লাশ হয়ে পড়ে আছে মানুষ না সে!
অথচ ক্ষণিক আগেও সে মানুষই ছিল!
মানুষ কত সহজেই নাই হয়ে যায়!
দেহপিঞ্জর ছেড়ে পাখি
একদিন উড়াল দিবে অসীম অজানায়……