দেশের খ্যাতিমান লেখক,গবেষক ও কবি সাকি মাহবুব ঢাকায় সংবর্ধিত হলেন।
জনাকীর্ণ একটি আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনাটি তার হাতে তুলে দেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন।
কুড়ি মে শুক্রবার বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাবাজারের খ্যাতিমান প্রকাশনা সংস্থা টইটই প্রকাশনি।
কবি ফারুক প্রধান এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন ছড়াকার ও সাংবাদিক আতিক হেলাল, প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছড়াকার ও শিক্ষাবিদ নুরুজ্জামান ফিরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও গবেষক মোস্তাক আহমেদ, কবি ও গবেষক ইয়াসিন মাহমুদ, কবি ও মাওলানা এসএম রফিকুল ইসলাম, দৈনিক আমার সংবাদ এর মফস্বল সম্পাদক এসএম হাবীবুর রহমান মহব্বত, দৈনিক খোলা কাগজ এর সাহিত্য সম্পাদক শফিক হাসান, কবি বাপ্পি সাহা, নাজনীন স্বপ্না,বাংলাদেশ ভূমি সম্পাদক ও কবি খন্দকার জাহাঙ্গীর হুসাইন প্রমূখ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি রহমান মাজিদ ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও প্রকাশক শাহেদ বিপ্লব।