দেশের এখন কেউ ভালো নেই
তাজ ইসলাম
বাংলাদেশের কেউ ভালো নেই
ময়না, শালিক,টিয়া তোতা
পাখি সভায় তুলছে আওয়াজ
চড়ুই দোয়েল সেও ভালো নেই
বন বনানী সাবাড় হওয়ায়
আজকে তারা কেউ ভালো নেই।
ঝিঁঝি পোকাও আতঙ্কিত
ঝোপের ভিতর নামছে আঁধার
কোথাও আশার নেই আলো নেই
রাতের প্রদীপ জোনাকিটাও
আগের মতো সেও ভালো নেই।
পুকুরপাড়ে, বাঁশবাগানে
রব ওঠেছে কেউ ভালো নেই
বাংলাদেশের কেউ ভালো নেই।
এঁদোপুকুর, কাজলদিঘী
তাদের বুকেও উঠছে দালান
গ্রামের মরা খাল ডেকে কয়
ও নদী ভাই পালান পালান!
পাড়ভাঙা সেই নদী এখন
নগর ঘেঁষে সেও ভালো নেই।
বাংলাদেশের কে ভালো আজ?
কেউ ভালো নেই,কেউ ভালো নেই।
বিশাল ছায়ার বট পাকুড়ে
শ্যামল দেশে সেও ভালো নেই
বাংলাদেশে কেউ ভালো নেই।
বিলের মাঝে জলের অভাব
শাপলা শালুক সেও ভালো নেই।
কেউ ভালো নেই, কেউ ভালো নেই
বাংলাদেশে কেউ ভালো নেই।
কাক করে যায় কা কা আওয়াজ
তোমরা হোমরা চোমরা ছাড়া
কেউ ভালো নেই, কেউ ভালো নেই।
সবাই করে কষ্ট যাপন
কষ্ট গিলে হজম করে
কোথাও আশার নেই আলো নেই
সারাদেশের কেউ ভালো নেই।
২২/০৯/২০২১
বাংলাদেশভূমি ডটকমকে ধন্যবাদ।