দূর্ভাগ্য
অরূন মন্ডল
ক্ষুধার্ত পেটে তৃষ্ণার্থ মুখে ছুটছি বনে-বাদাড়ে
তৃষ্ণার্থ চোখে,মুখে জল আসাও বন্ধ হয়ে গেছে
সূর্যের প্রচন্ড রোদে মগজের ঘিলুটা সিদ্ধ হয়ে ওঠে
দূর্ভাগ্য যেন ঘিরেছে আমায় আপন মানুষ ভেবে।
পেটে ভীষণ জ্বালা অশ্রুর নায় ঝরে রক্তের ঝর্ণা
ভিক্ষার জন্য আমার নিকট নেই কোনো পন্থা
চরণ তলে মাটিরও উত্তাপে নরকের আগুন জ্বলে
অভিশপ্ত ধরনীতে মাগো কেন আমায় ছেড়ে গেলে
আমি রুক্ষমূর্তি পথ হারানো পথের পথশিশু
গতকাল কুয়োর পানি সাথে আবার ঝাঁটার আঘাত
বুঝে গেছি তবে দূর্ভাগ্য তাহলে এটাই হবে
অনাটনে পড়বে যেদিন বুঝবে তোমরা সবাই সেদিন
দূর্ভাগ্য ঠিক কাকে বলে?পারবেনা হতে কভুও স্বাধীন