সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলা একাডেমির সমন্বয়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় পাঁচ উপজেলার কবি, লেখক ও সাহিত্যিকদের নিয়ে দুই দিন ব্যাপি উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১০টায় উপজেলার তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে মেলাটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন, বাংলা একাডেমির সহকারি সম্পাদক আবিদ করিম, প্রধান বক্তা জেলা শিল্পকলা একাডেমির জেলার কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) ও কথা সাহিত্যিক শফিকুল ইসলাম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক (অব.) হাসনুর রশিদ বাবু মকবুলার রহমান সরকারি কলেজের সহকারি অধ্যাপক রিয়াজুল ইসলাম রিপন, মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান এবং কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এমদাদুল হক প্রমুখ। মেলায় আগত বক্তারা বলেন, সরকার তৃণমূল পর্যায়ের সাহিত্যকে গুরুত্ব দিতে প্রান্তিক পর্যায়ে যারা সাহিত্যকর্মী রয়েছেন তাদের সৃজনশীল কর্মকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে বাংলা একাডেমি এ উদ্যোগ নিয়েছে। সাহিত্য জীবনের কথা বলে, মাটি ও মানুষের কথা বলে, সাহিত্য দেশপ্রেমের কথা বলে। তাই প্রান্তিক পর্যায়ে সাহিত্যিকদের সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করতে সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানান তারা। মেলায় প্রায় শতাধিক কবি, কথা সাহিত্যিক, শিশু সাহিত্যিক, প্রাবন্ধিক, গীতিকার, ছড়াকার, অনুবাদক, আবৃত্তিশিল্পী, সাহিত্য সংগঠক ও সাহিত্যপ্রেমী অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে তাদের সম্মানজনক উত্তরীয় পরিয়ে দেয়া হয়। আয়োজকরা জানান, দুই দিন ব্যাপি সাহিত্য মেলা ঘিরে প্রথম দিনে কবি/সাহিত্যিকদের নাম নিবন্ধন, বই মেলা, তেঁতুলিয়া উপজেলার সাহিত্য ও সংস্কৃতি, লেখকদের স্বরচিত লেখা পাঠ, কবিতা, ছড়া, কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ-গবেষণা প্রভৃতি রচনার কলাকৌশল ও পদ্ধতিগত দিক নিয়ে লেখক কর্মশালা, সাহিত্য পাঠ ও আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।