দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশায় অনুভূত হচ্ছে কনকনে শীত। যদিও দিনের বেলায় বিরাজমান ঝলমলে সোনালী রোদ্দুর। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল নয়টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত তিন দিনেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই উপজেলায়।
গতকাল সোমবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তার আগের দিন রোববার সকাল নয়টায় রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারও আগের দিন গত শনিবার (১৬ ডিসেম্বর) সকাল নয়টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
can women take cialis
can women take cialis