তালের পিঠা
মোঃ আরমান হিমেল
ভাদ্র মাসে পাকা তাল তলায় পড়ে রয়,
তাল কুড়াবো পাকা তাল,
পিঠা খাবো ভরে গাল,
সকাল বেলা তালের পিঠা দারুণ মজা হয়!
দাদু আমার পিঠা খাবে কানে কানে কয়!
গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে তাল কুড়াতে যাই,
মনের সুখে তাল কুড়িয়ে,
ঝুড়ি ভরে বাড়িতে নিয়ে,
চুলোর পাশে বসে বসে তালের পিঠা খাই।
আয়েশ করে পিঠা খেতে অনেক মজা পাই!
পিঠা বানায় বৌয়ে,ঝিয়ে আরো বানায় মায়।
দাদি খায় দাদুও খায়,
ছোট্ট খুকি আরো চায়,
ঘরে ঘরে তালের পিঠার ধুম যে পড়ে যায়,
আমার এই প্রাণের প্রিয় ছোট্ট সোনার গাঁয়!