তাকে তুমি ভালোবাসো
– নোমান শায়েরী
——————————
অনেকের মাঝে যাকে দেখলে
এক্সট্রা অনুভূতি জাগে
তাকে তুমি ভালোবাসো।
পথেঘাটে হঠাৎ নজরে পড়লে যাকে
বুকের ভেতরে একটা ধক্ করে ওঠে
তাকে তুমি ভালোবাসো।
কী আশ্চর্য!
আশেপাশে কত মানব-মানবীই তো ঘোরে
একসাথে চলে,পাশাপাশি,কাছাকাছি আসে
পথেঘাটে দেখা হয়।
কত কথা,হাসাহাসি,রং তামাশা কত
কতজনের সাথে নিত্য হয়ে চলে অবিরত।
তবে সেই নির্দিষ্ট একজনের জন্যেই কেন
সেই অনুভূতি!
বুকের ভেতরে ধক্ করে ওঠা!
তার সাথে কথা হোক কিবা নাই হোক
হাসাহাসি,রং মাখা সম্পর্ক থাক কিবা নাই থাক।
তবু দেখা হলে,নজরে পড়লে কভু
জাগে সেই অনুভূতি,হৃদে ওঠে কাঁপুনি।
তাকে তুমি ভালোবাসো।
এই তবে ভালোবাসা?
রায়নগর,শিবগঞ্জ,বগুড়া