ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বুধবার (২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ শুরুর ঠিক আগে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের অন্তত ১০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক নুর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।