বাংলাদেশ ভূমি ডেস্ক: ঢাকা সাবএডিটরস কাউন্সিলের নির্বাচন আজ ২২ মার্চ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর মামুন ফারাজী ৪২১ ভোট পেয়ে পূন:নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি মোক্তাদির অনিক ১৮০ এবং আবুল কালাম আজাদ ১২২ ভোট পেয়েছেন।
সহ সভাপতি পদে আন্জুমানয়ারা শিল্পি ৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি অশোকেশ পেয়েছেন ৩০৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩১১ ভোট পেয়ে আবুল হাসান হৃদয় বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি জাওহর ইকবাল ২৭০ ও সামছুল আলম সেতু পেয়েছেন ১৪৯ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ৪৩৫ ভোট পেয়ে লাবিন রহমান বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি আমিনুল রানা পেয়েছেন ২৫২ ভোট।
কোষাধ্যাক্ষ পদে ৩২৪ ভোট পেয়ে কবীর আলমগীর বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি আবুল ওয়াদুদ ২৫৫ এবং আব্দুর রহমান খান পেয়েছেন ১২২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মনির আহমেদ জারিফ ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি অমিতাব রহমান পেয়েছেন ৩২৭ ভোট।
দপ্তর সম্পাদক পদে মামুনুর রশীদ মামুন ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি সোয়েব আহমেদ পেয়েছেন ৩২৭ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজিম উদদৌলা সাদি ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি জামান সৈয়দী পেয়েছেন ২৮৪ ভোট।
প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ফারজানা জবা ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি গাজী মনছুর আজীজ পেয়েছেন ২৭৯ ভোট।
ক্রিড়া ও সাংষ্কুতিক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শিবলী নোমানী ৩৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি তৌফিক অপু পেয়েছেন ৩৪৭ ভোট। এখানে ব্যবধান হয়েছে মাত্র ২ ভোট।
কল্যাণ সম্পাদক পদেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এতে জাফরুল ইসলাম ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি সাফায়েত হোসেন পেয়েছেন ৩৩৭ ভোট। এখানে মাত্র ১ ভোটের ব্যবধানে জয় পরাজয় হয়েছে।
নারী বিষয়ক সম্পাদক পদে কানিজ ফাতেমা লুনা ৩৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি ফেরদৌস ওনু পেয়েছেন ৩০১ ভোট।
সদস্য পদে ১৩ জনের মধ্যে ৭ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে হালিমা খাতুন ৩৫২ ভোট পেয়ে ১ নং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপর অপূর্ব ইব্রাহিম ৩৪০, নঈম মাশরেকী ৩৩৪, মনসুর আহমেদ ৩০১, আরিফ আহমেদ ২৯৫, মোস্তাফিজুর রহমান ২৭৯, হাসান আহমেদ ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
পরাজিত সদস্যদের মধ্যে মো: আবু ইউসুফ পেয়েছেন ২৬৩ , সোহরাব আহমেদ ২৫৯, খালেদ সাইফুল্লাহ মাহমুদ ২৫৮, খোরশেদ আলম ২৫২, শহিদুল ইসলাম ২১৮ ও মনির হোসেন কাজী পেয়েছেন ২১২ ভোট।