ডুবে যাওয়া চাঁদের গল্প
মনিরুল হক
রাতের গাঢ় অন্ধকারে দাঁড়িয়ে দুজন
চিলেকোঠায়, ডুবে যাওয়া চাঁদের গল্প।
যখন নিশাচর পেঁচাগুলো, ভাসমান ললনারা
মুখ লুকানোর জন্য, খুঁজে ফিরে-
এক টুকরো আধার। ঠিক তখন-ই
সোনালী চিলের ডানায় বাতাসের সেকি তান্ডব!
আকাশের সকল নক্ষত্রের
মনোযোগ যেন আমরা দুজন,
নির্বাক, নির্জন চিলেকোঠায়।
নিজেদের আড়াল করতে আমরা তৎপর
খুজে ফিরছি একখানা মেঘের পাহাড়।
চোখে আমাদের করুন নিরবতা।
আমাদের যা কিছু কথা, মনে মনে হলো
ঐ নক্ষত্রপুঞ্জের সাথেই।
প্রাগাঢ় অন্ধকার!
শরীর স্পর্শ করল ঈষদুষ্ণ নিঃশ্বাস,
বাতাস বাড়ল, চিলের ডানার পালকে
সে কী উন্মত্ততা তখন!
দূরে ভেসে যায় মেঘ;
ফিরে যায় বার বার
চিরচেনা সেই পুরাতন বৃত্তে
অসীম সমুদ্রের বুকে।
তখনও চিলেকোঠায় আমরা শুধুই দুজন।
তারপর হঠাৎ বৃষ্টি নামল;
প্রবল; চারিদিকে শান্ত।
সত্যি মনমুগ্ধকর ছিল ‘ অনেক সুন্দর হয়েছে এরকম আরো নতুন কিছু চাই শুভকামনা রইল