বাবা
ডা. মোঃ কামরুজ্জামান সোহেল
বাবা তোমার সমান বয়স হতে—
আমার আর কয় সাল বাকী?
তোমার তো আর বাড়ার সুযোগ নেই,
আমার সালটা তরতরিয়ে বাড়ছে।
বাবা তোমার কাছে যেতে ,কয়-সাল বাকী…
তোমার একটা পাকা চুল তুললে দশ পয়সা
দশ পয়সা এখন চলে না,পাঁচ টাকার কয়েনও
সেই পথে,
বাবা তোমার কাছে যেতে হলে আমার আর কয়টা
চুল পাকতে বাকী?
তোমার পাঞ্জাবীর আকার -গন্ধ
আমার পাঞ্জাবীর আকার -গন্ধ একই রকম।
বাবা তোমার কাছে যেতে আর কয়সাল বাকী।
তোমার মোটা ফ্রেমের পাওয়ার চশমাটা
এগারো বছরেও হারায়নি।
মাঝে মাঝে ওটা আমার চোখে
একদম মিলে যায়।
তাহলে বাবা,তোমার কাছে যেতে
আমার কি আর বেশিদিন বাকী?
Sohel bhai baba ke nie khub presention. Bhalo thakben.
তোর লেখা কবিতা পড়লাম, পড়ে খুউব ভালো লাগলো কারণ লেখাটা আমাদের সময়ের সাথে যেন খাপে খাপ মিলে গেল। দোয়া করি আরও সুন্দর কবিতা আমাদের জন্য উপহার দিবি।
তোর লেখা কবিতা পড়লাম, পড়ে খুউব ভালো লাগলো কারণ লেখাটা আমাদের সময়ের সাথে যেন খাপে খাপ মিলে গেল। দোয়া করি আরও সুন্দর কবিতা আমাদের জন্য উপহার দিবি।