ঠান্ডা নাকি গরম ভালো
বাদল রায় স্বাধীন
পিঠা পুলির উৎসবে সব,কোন ঋতুতে মাতে,
রসের পায়েস কোন ঋতুতে,সকলে চায় খেতে?
শীতের আঘাত সহ্য করতে ,লেপ কম্বল দেয় মুড়ি,
চাদর গায়ে নাক মুখ ঢেকে,ছদ্ম বেশে ঘুরি।
নানান রঙের স্যুয়েটারে, বাবু সাজা হয়,
গোসল করার কথা শুনে, মনে লাগে ভয়।
উষ্ণ হতে সকলে চায়,খাবারও চায় গরম,
নেকাব সমান পোষাক পড়ে,তবু যেন শরম।
রাস্তার পাশে টোকাইরা সব,কাঁপে ঠক ঠক করে,
কখন হবে সুর্যোদয়টা,শীতটা যাবে ছেড়ে।
কাউকে স্রষ্টা বাঁচায় নিজে ,কাউকে আবার টাকা
কারো আবার ঠোঁট ফেটে যায়,কারো শরীর বাঁকা।
তাইতো ঠান্ডা কারো ভালো, কারো কষ্টের হয়
দীর্ঘ সময় ঠান্ডা গরম,স্রষ্টার ও কাম্য নয়।